এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বার্সেলোনা ও স্পেনের তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামালের বাবা মুনীর নাজরোয়িকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। দুর্ঘটনাটি বার্সেলোনায় একটি কার পার্কিংয়ের কাছে ঘটে। মারাত্মক আহত মুনীরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, বার্সেলোনার মোতারা শহরে ঘটেছে। তখন তার অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল। এখন তার অবস্থা স্বাভাবিক বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ঝগড়া থেকে এ ঘটনার সূত্রপাত হয় বলে লিখেছে তারা।
আক্রমণের পর লামিন ইয়ামাল বাবার সাথে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানে জীবনের উত্থান-পতনের কথা তুলে ধরেন ইয়ামাল। বেশকিছু পর ছবিটি সরিয়ে নেন।
ঘটনায় মোতারা পুলিশ তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। বলা হচ্ছে পূর্বের ঘটনার জের ছিল এটিতে। আক্রমণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।








