এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফিলিস্তিনে ইসরায়েলের হামলা নিয়ে একটি পোস্টের রিটুইট করেছিলেন অস্ট্রেলিয়ান সাংবাদিক পিটার ল্যালর। পোস্টের পর চাকরি হারিয়েছেন ফ্রিল্যান্সার ওই সাংবাদিক। চলতি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজে এসইএন রেডিওতে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে ল্যালরকে বলা হয়েছে, তিনি এন্টি সেমেটিজম বা ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছেন। তবে চাকরি হারানো সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন ফিলিস্তিন-ইসরায়েল নিয়ে সরব উসমান খাজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁহাতি অজি ওপেনার লিখেছেন, ল্যালর আরও ভালো কিছুর যোগ্য।
খাজা লিখেছেন, ‘গাজার জনগণের জন্য দাঁড়ানোর বিষয়টি কোনোভাবেই ইহুদি বিদ্বেষ নয়। অস্ট্রেলিয়ায় আমার ইহুদি ভাই ও বোনদের সাথে এর কোনো সম্পর্ক নেই। তবে ইসরায়েলি সরকার এবং তাদের শোচনীয় কর্মকাণ্ডের জন্য অনেককিছু করার আছে। এর সাথে ন্যায়বিচার ও মানবাধিকারের বিষয়টি জড়িত। দুর্ভাগ্যবশত ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের প্রতি সবসময় ঘৃণার কথা আসে।’
ল্যালর চাকরি হারানোর বিষয়ে অফিসের বক্তব্য সংবাদমাধ্যমে তুলে ধরেছেন এভাবে, ‘আমাকে বলা হয়েছে আমার রিটুইটে সমতা করা হয়নি এবং স্পর্শকাতর ও একপেশে। এ কারণে অনেকেই আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।’








