এবার চ্যানেল আইয়ে আলোচিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’
ঈদ আয়োজনে চ্যানেল আইয়ের পর্দায় ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। অন্ধকার সরিয়ে সবার জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!
এরমধ্যে আছে গেল বছরে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। মুহাম্মদ কাইউম পরিচালিত কলকাতা জয়ী প্রশংসিত এই ছবিটি দর্শক দেখতে পারবেন ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।
গেল বছর নানা বিপত্তি মাড়িয়ে বাংলাদেশে মুক্তি পায় ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ডিসেম্বরে ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘সেরা ছবি’র পুরস্কার জিতে আলোচনায় আসে ছবিটি। সেই সাথে সমালোচকদের প্রশংসাও কুড়ায়। পরবর্তীতে দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের উদ্যোগে হয়েছে বেশকিছু প্রদর্শনীও।
হাওর অঞ্চলের একদল মানুষের সহজ-সরল ও একইসাথে কঠিন সংগ্রামের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। ছবির সিনেমাটোগ্রাফি মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের।

ছবিতে জয়িতা মহলানবিশ ও উজ্জ্বল কবির হিমু প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও অভিনয় করেছেন সামিয়া আক্তার বৃষ্টি, সুমি ইসলাম, বাদল শহীদ, মাহমুদ আলম, আবুল কালাম আজাদ প্রমুখ।
‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র সত্ব কিনে নিয়েছে চ্যানেল আই। ধারণা করা হচ্ছে ঈদে টেলিভিশনে প্রিমিয়ারের পর চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনেও ছবিটি দর্শক দেখতে পারবেন।