চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুবির ২ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রোক্টরিয়াল বডিকে কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্তা ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত ভিন্ন দুই অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানান।

Bkash July

বহিষ্কার শিক্ষার্থীরা হলেন: লোকপ্রশাসন বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমান চৌধুরী হৃদয়।

অফিস আদেশে বলা হয়, গত ৩০ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এরিয়াল ইডির কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্তা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সালমান চৌধুরী হৃদয় ও মোহাম্মদ এনায়েত উল্লাহকে গত ১ ফেব্রুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য বিবেচিত না হওয়ায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Reneta June

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বলেন, শোকজের জবাবটা গ্রহণযোগ্য না হওয়ায় প্রশাসনের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গত ৩০ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল বডির দায়িত্ব পালনকালে তারা বাধা প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের দিকে তেড়ে আসেন বলে অভিযোগ পাওয়া যায়।

Labaid
BSH
Bellow Post-Green View