এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঠিক একমাস আগে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি। আগেই টি-টুয়েন্টি ছেড়েছেন, দেশের হয়ে শধু খেলবেন ওয়ানডে। সাদা পোশাকের ক্রিকেটকে তিনি যেভাবে বিদায় জানিয়েছেন, সেটি মানতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটার-কোচ রবি শাস্ত্রী। তার মতে, অন্যভাবেও সামলানো যেত কোহলির অবসর।
সামনে মাঠে গড়াবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে ধারাভাষ্যকারের ভূমিকায় আছেন শাস্ত্রী। সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকারে কোহলির অবসর নিয়ে মুখ খুলেছেন তিনি।
৬৩ বর্ষী শাস্ত্রী বলেছেন, ‘কেউ যখন চলে যায় তখন সবাই তার গুরুত্ব বুঝতে পারে। সে কত বড় ক্রিকেটার ছিল তা বুঝতে পারে। কোহলির অবসর আমি মানতে পারছি না। এখনও আমার মন খারাপ করে।’
‘আমার মনে হয়, বিষয়টা অন্যভাবে সামলানো যেত। ওর সঙ্গে বোর্ড আরও কথা বলতে পারত। যদি আমার হাতে যদি ক্ষমতা থাকত তাহলে অস্ট্রেলিয়া সফরের পরই কোহলিকে ভারতের টেস্ট অধিনায়ক করে দিতাম। তাহলে ও আরও কয়েকবছর খেলত।’
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক কোহলির। তিন বছর পর অধিনায়ক হন এবং ৬৮ টেস্টে অধিনায়কত্ব করেন। ৫৮.৮২ শতাংশ ম্যাচ জিতেছেন, যেখানে ৪০টি জয় এবং ১১টি ড্র রয়েছে, হেরেছেন ১৭টিতে।
কোহলি ১২৩ টেস্ট খেলে ৯,২৩০ রান করেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি সাউথ আফ্রিকার বিপক্ষে, অপরাজিত ২৫৪ রানের। ৪৬.৩০ গড়ে ৩০ সেঞ্চুরির সাথে ৩১ ফিফটি রেখে গেছেন নামের পাশে। ২০২৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ছোট সংস্করণকে বিদায় বলে দিয়েছেন তিনি।








