ভারত-আফগানিস্তান ম্যাচে একতরফা লড়াই হয়েছে। সাথে আরও একটি ঘটনার সাক্ষী হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। গত আইপিএলে বিরাট কোহলির সাথে শুরু হওয়া ঝামেলার অবসান ঘটিয়েছেন আফগান পেসার নাভিন উল হক। ঘটনাকে ভালো চোখে দেখছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
কোহলি এবং নাভিনের ওই ঘটনায় জড়িত ছিলেন গম্ভীরও। দুই খেলোয়াড়ের আলিঙ্গনের পর ৪১ বর্ষী সাবেক বলেছেন, ‘খেলায় মাঠে লড়বেন, মাঠের বাইরে নয়। দলের জন্য প্রতিটি খেলোয়াড়ের লড়াই করার অধিকার রয়েছে, অধিকার আছে সম্মান ও জেতার জন্য লড়াইয়ের। কোন দেশ বা কত ভালো খেলোয়াড় এটা বিষয় না। ওভারের মধ্যে আমরা কোহলি ও নাভিনের ভালো একটি বিষয় দেখেছি, তার মানে তাদের দ্বন্দ্বের অবসান হয়েছে।’
‘ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে আরও বলতে চাই, কোন খেলোয়াড়কে নিয়ে এভাবে মাঠে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা ঠিক নয়। দলের জন্য আপনাকে একনিষ্ঠ থাকতে হবে। আফগানিস্তান থেকে নাভিনের আইপিএলে খেলা একটি বড় বিষয় ছিল।’
২০২৩ আইপিএল চলাকালীন একটি ম্যাচে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন নাভিন ও কোহলি। নাভিনের পক্ষ নিয়ে সেই সময় যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীরও। সেই ঘটনার যেন অবসান হল গতকাল।







