কিংসটন টেস্টের তৃতীয় দিনে বোলিং দাপটের পর আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে ঝলক দেখিয়েছেন জাকের আলি অনিক। তার চোখ জুড়ানো ব্যাটিংয়ে উইন্ডিজের বিপক্ষে ২৮৭ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। জিততে হলে রেকর্ড গড়তে হবে ক্যারিবীয়দের। কিংসটনে ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ২১২ রান করে জিতেছিল ব্রায়ান লারার নেতৃত্বাধীন দল। জিততে হলে আরও ৭৫ রান বেশি করতে হবে তাদের।
শনিবার টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ব্যাটাদের ব্যর্থতায় বাংলাদেশের প্রথম ইনিংস থামে ১৬৪ রানে। জবাবে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ২৬৮ রান করে বাংলাদেশ। সবমিলিয়ে টাইগারদের লিড দাঁড়ায় ২৮৬ রান।
তাইজুলকে নিয়ে চতুর্থ দিন শুরু করেন জাকের। বেশিক্ষণ টেকেননি তাইজুল। এরপর কেউই উইকেটে থিতু হতে পারেননি। চার-ছক্কায় জাকের একাই টেনে নিয়েছেন ইনিংস। ৫৯.৫ ওভারে আলজারি জোসেফের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়লেন অ্যালিক অ্যাথানেজের হাতে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৯ রান দূরে থাকতে ফিরে যান। আটটি চার ও পাঁচটি ছক্কায় ১০৬ বলে ৯১ রান করেন। আর তখনই থামে বাংলাদেশের ইনিংস।
এছাড়া দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সাদমান ইসলাম ৪৬ এবং মেহেদী মিরাজ ৪২ রান করেন। শাহাদাত হোসেন দীপুর ব্যাট থেকে আসে ২৮ রান।
ক্যারিবীয়দের হয়ে কেমার রোচ ও আলজারি জোসেফ তিনটি করে উইকেট নেন। শামার জোসেফ নেন দুই উইকেট।







