
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চলতি মাসে রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা করবেন এই দুই নেতা।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠক কোথায় হবে, তা এখনও স্পষ্ট না। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যবর্তী আলোচনার উপর মার্কিন সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এ বিষয়ে বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু সাম্প্রতিক নর্থ কোরিয়া সফরের সময় পিয়ংইয়ংকে রাশিয়ার কাছে আর্টিলারি গোলাবারুদ বিক্রি করতে রাজি করার চেষ্টা করেছিলেন। সেই বৈঠকে প্রদর্শন করা অস্ত্রের মধ্যে হাওয়াসং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, যা দেশের প্রথম আইসিবিএম প্রপেলান্ট ব্যবহার করে বলে মনে করা হয়। কোভিড মহামারীর পর এই প্রথম নর্থ কোরিয়া তার বিদেশী অতিথিদের জন্য দরজা খুলে দিয়েছে।

জন কিরবি আরও বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠকের পর উপয় দেশ এখন দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে চিঠিপত্র বিনিময় করেছেন। নর্থ কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপসহ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
দুই নেতা সর্বশেষ দেখা করেছিলেন ২০১৯ সালের এপ্রিল মাসে যখন কিম ট্রেনে করে ভ্লাদিভোস্টকে ফিরেছিলেন।
বিজ্ঞাপন