
খেলার কথা ছিল এবার খুলনা টাইগার্সের হয়ে। বিপিএল ড্রাফটের আগেই শোনা গিয়েছিল, আসরে নাসিম শাহ খেলবেন খুলনায়। তবে বিমানে চড়ে ঢাকার উদ্দেশে রওনা দিতে দিতে তিনি হয়ে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়টি জানিয়েছে। বিমানে বসে তোলা ছবি টুইটারে পোস্ট করে পাকিস্তানের পেসার লিখেছেন, ‘আবারও যাচ্ছি। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিতে বাংলাদেশের পথে।’
খুলনার ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয়ায় সুযোগটি নিয়েছে কুমিল্লা। তাই পাকিস্তানি তারকা এখন কুমিল্লার।
১৯ বছর বয়সী নাসিম গতি ঝড় তুলতে পারেন। দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলে ফেলেছেন। মধ্যরাতে ঢাকায় পৌঁছেছেন। টিম হোটেলে যোগ দিয়েছেন, জানিয়েছে কুমিল্লা কর্তৃপক্ষ।

এবারের বিপিএলে নাসিমের দল কুমিল্লায় আছেন জাতীয় দলের আরও তিন পাকিস্তানি ক্রিকেটার। মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ ও হাসান আলি।