চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

১৫ বছর পর নাইকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন

দীর্ঘ পনেরো বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন করা হয়েছে। খালেদা জিয়া ছাড়াও ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

আজ ১৯ মার্চ রোববার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযোগ গঠন করা হয়েছে এবং এবছর ২৩ মে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এসময় খালেদা জিয়া জামিনে থাকায়, তার অনুপস্থিতিতেই অভিযোগপত্র পাঠ করা হয়।

Bkash July

কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সাথে করা নীতি বহির্ভূত চুক্তির মাধ্যমে দেশ ও রাষ্ট্রের আর্থিক ক্ষতির সৃষ্টি করা এবং দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে। এরপর ২০১৮ সালের মে মাসে খালেদা জিয়াসহ আরও ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়, তাদের বিরুদ্ধে দেশের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আছে।

একই মামলার অভিযোগে অভিযুক্ত অন্যান্যদের মধ্যে আছেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

Reneta June

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার খালেদা জিয়াকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচারের আবেদন জানান।

নাইকো দুর্নীতি মামলা ছাড়াও খালেদা জিয়ার নামে আরও ৩৩টি মামলা রয়েছে। এর আগে তার নামে থাকা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চেরিট্যাবল ট্রাস্ট নামের আরও দুটি দুর্নীতির মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং তাকে সাজা দেওয়া হয়েছে। নাইকো দুর্নীতির মামলা তার বিরুদ্ধে বিচার শুরু হওয়ার তৃতীয় মামলা। এছাড়াও গ্যাটকো দুর্নীতির মামলা নামক আরেক মামলার অভিযোগ শুনানির জন্য দিন ধার্য করা আছে আরেকটি আদালতে।

ISCREEN
BSH
Bellow Post-Green View