চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার সাজা আরও ৬ মাস স্থগিত

আগের দুটি শর্ত বজায় রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে আরও ৬ মাস মুক্তির মেয়াদ বাড়িয়েছে আইন মন্ত্রণালয়।

আজ রোববার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এতথ্য জানান।

এসময় আইনমন্ত্রী বলেন, পূর্বের শর্তসাপেক্ষে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করা হয়েছে। সেই শর্তগুলো আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, তিনি ঢাকায় নিজ বাসায় চিকিৎসা গ্রহণ করবেন। তবে এর মানে এই নয় যে তিনি হাসপাতালে যেতে পারবেন না। তিনি হাসপাতালেও যেতে পারবেন। কিন্তু এই সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

মন্ত্রী বলেন, এই দুই শর্ত সাপেক্ষে তার যে দণ্ডাদেশ স্থগিতাদেশ ছিল, সেটা আরও ছয় মাসের জন্য স্থগিত করে তার মুক্তির সময় বৃদ্ধি করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির’ মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া প্রায় চার বছর ধরে গুলশানে নিজ বাসায় রয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রী ডায়াবেটিস ও চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।