মানহানি ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।
খালেদার স্থায়ী জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
বিজ্ঞাপন
খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলা দুটি করেন।এরমধ্যে ২০১৪ সালে পুরান ঢাকায় বিশ্বজিত হত্যাকাণ্ড নিয়ে খালেদার জিয়ার বক্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে একটি ও অপর আরেকটি মামলা করা হয়। পরে এই দুই মামলায় স্থায়ী জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। সে রুল আজ যথাযথ ঘোষণা করা হয়।