কোটা নিয়ে আদালতের রায় আসা পর্যন্ত শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোটা আন্দোলনে ঘটে যাওয়া সবগুলো হত্যাকাণ্ডের নিন্দা জানাই।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, শুরু থেকে আন্দোলনে সব ধরনের নিরাপত্তা বিধান করা হলেও কিছু মহল সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আমি মনে করি সাধারণ ছাত্রদের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পর্ক নেই।
প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কারে ছাত্রদের আন্দোলনের শুরু থেকেই যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে সরকার। কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক।
তিনি বলেন, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলা সংকট আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে। ছাত্রসমাজ আদালত থেকে ন্যায় বিচার পাবে।








