এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মা-বাবা হলেন বলিউড দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুক্রবার এক যৌথ বিবৃতিতে তাদের প্রথম সন্তানের জন্মের ঘোষণা দিয়েছেন।
ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে তারা জানিয়েছেন, তাদের ঘরে এসেছে এক পুত্রসন্তান!
দু’জনের শেয়ার করা পোস্টে লেখা ছিল,“আমাদের আনন্দের ছোট্ট প্যাকেট এসে গেছে। অপরিসীম কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের ছেলে শিশুকে স্বাগত জানাচ্ছি। ৭ নভেম্বর ২০২৫ — ক্যাটরিনা ও ভিকি।”
ক্যাটরিনা ও ভিকি ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এ বছরের সেপ্টেম্বরে তারা ক্যাটরিনার গর্ভাবস্থার খবর ঘোষণা করেন। সে সময় ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোলারয়েড ছবিতে দেখা গিয়েছিল দু’জনেই হাসিমুখে তাকিয়ে আছেন ক্যাটরিনার বেবি বাম্পের দিকে!
ছবিটির ক্যাপশনে তারা লিখেছিলেন,“আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি, পরিপূর্ণ আনন্দ ও কৃতজ্ঞতায়।”
সবশেষ ভিকি কৌশলকে দেখা গেছে চলতি বছরের শুরুর দিকে, ব্যবসাসফল ‘ছাভা’ সিনেমায়। সামনে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নির্মিতব্য ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে। যেখানে তার সহশিল্পী রণবীর কাপুর ও আলিয়া ভাট।
অন্যদিকে ক্যাটরিনা কাইফকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালের থ্রিলার ‘মেরি ক্রিসমাস’-এ, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন বিজয় সেতুপতি। দ্য হিন্দু








