এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দারুণ মোড় নিয়েছে ওভাল টেস্টে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ভরাডুবির বোলাররা ম্যাচে টিকিয়ে রাখে ভারতকে। দ্বিতীয় ইনিংসে যশ্বী জয়সওয়ালের সেঞ্চুরি ও তিন ফিফটিতে স্বাগতিকদের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেয় সফরকারী দল। লক্ষ্যতাড়ায় নেমে ১ উইকেট হারালেও এখনও ৯ উইকেট ও ২ দিন হাতে ইংলিশদের। ওভালে জিততে ইংল্যান্ডের লাগবে আরও ৩২৪ রান।
টসে হেরে আগে ব্যাটে নেমে ভারতের প্রথম ইনিংস থামে ২২৪ রানে। জবাবে নেমে ইংলিশরা গুটিয়ে যায় ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৯৬ রান করে ভারত। তাতে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রান। রানতাড়ায় নেমে তৃতীয় দিনের খেলা শেষের আগে ১৩.৫ ওভারে ১ উইকেটে ৫০ রান তুলেছে ইংল্যান্ড। ৩৪ রান করা ডাকেট দিনের খেলা শুরু করবেন। তাকে সঙ্গ দিতে তিনে নামবেন অলি পোপ।
২ উইকেটে ৭৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। নাইটওয়াচম্যান আকাশ দীপকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন জয়সওয়াল। ৯৪ বলে ৬৬ রান করে আকাশ ফিরলে জুটি ভাঙে। এরপর শুভমন গিলও ফিরে যান দ্রুত, ১১ রান করেন। পরে করুণ নায়েরকে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন জয়সওয়াল।
নায়েরও টেকেননি বেশিক্ষণ, ফিরে যান ১৭ রান করে। ২৭৩ রানে জয়সওয়াল ফিরে গেলে ষষ্ঠ উইকেট হারায় ভারত। এই ওপেনার ১৪ চার ও ২ ছক্কায় ১৬৪ বলে ১১৮ রান করেন। চলতি সিরিজে জয়সওয়ালের দ্বিতীয় সেঞ্চুরি এটি, ক্যারিয়ারে ষষ্ঠ।
পরে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ফিফটিতে ৩৯৬ রানে পৌঁছায় ভারত। দুজনেই ৫৩ রান করে করেন, জাদেজা ৭৭ বলে এবং সুন্দর ৪৬ বলে। ৪৬ বলে ৩৪ রান করেন ধ্রুভ জুরেল।
দ্বিতীয় ইনিংসে ইংলিশ পেসার জশ টাং ৩০ ওভারে ১২৫ রান খরচায় ৫ উইকেট নেন। গাস অ্যাটকিনসন ৩ এবং জেমি ওভেরটন ২ উইকেট নেন।
৩৭৪ রানের লক্ষ্যে নেমে ডাকেট ও ক্রলি ভালো শুরু এনে দেন স্বাগতিকদের। উদ্বোধনী জুটিতে ৫০ রান এনে দেন দুজনে। ১৩.৫ ওভারে ১৪ রান করে ক্রলি ফিরে গেলে দিনের খেলার পর্দা নামে।
একমাত্র উইকেটটি নিয়েছেন মোহাম্মদ সিরাজ।








