চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কেন সাইফকে বিয়ে করেছিলেন, ফাঁস করলেন কারিনা!

পাক্কা ১০ বছর বয়সের পার্থক্য সাইফ-কারিনা দম্পতির মাঝে। কিন্তু তাতে কী! বয়সের ব্যবধান কখনোই সাইফ-কারিনার সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বেশ কয়েকবছর প্রেমের পর ২০১২ সালে ‘নবাব’ পুত্র সাইফের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ‘কাপুর’ কন্যা কারিনা কাপুর খান।

তবে বিয়ের আগে প্রায় পাঁচ বছর তারা লিভ ইন করেছিলেন। তারপর কেন বিয়ে করেন সেটাই এত বছর পর খোলাসা করেন অভিনেত্রী।

Bkash

সম্প্রতি ‘কফি উইথ করণ’ এর সিজন ৮ এর আড্ডায় কারিনা বলেন, ‘আজকাল লোকজন বিয়ে করেন সন্তান নেওয়ার জন্য তাই না? নইলে এমনি লিভ ইন তো করাই যায় আজকালকার দিনে। আমি আর সাইফ পাঁচ বছর একসঙ্গে থেকেছি। তারপর বিয়ে করেছিলাম কারণ তখন আমরা সন্তান নিতে চেয়েছিলাম।’

বর্তমানে সাইফ এবং কারিনা জুটির দুটি সন্তান জেহ এবং তৈমুর। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের। এরপর ২০২১ সালে আসে তাদের দ্বিতীয় সন্তান জেহ ওরফে জাহাঙ্গির।

Reneta June

কারিনাকে বিয়ের আগে সাইফ ১৩ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। সে ঘরে দুই সন্তান রয়েছে। যাদের একজন সারা আলী খান ও অন্যজন ইব্রাহিম আলী খান। ২০০৪ সালে সাইফ-অমৃতার বিবাহ বিচ্ছেদ হয়।

সূত্র: হিন্দুস্থান টাইমস

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View