বলিউডের অন্যতম জনপ্রিয় প্রযোজক-পরিচালক করণ জোহর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে বিদায় নিয়েছেন। সোমবার টুইটারকে বিদায় জানিয়ে করণ লিখেছেন, ‘পজিটিভ এনার্জি’র জন্য জায়গা খুঁজছেন তিনি।
টুইটারে করণ লিখেছেন, ‘পজিটিভ এনার্জির জন্য জায়গা তৈরি করছি। এটি তার প্রথম ধাপ। বিদায় টুইটার।’
সোমবার টুইটার ছাড়ার কথা ঘোষণা করার পর থেকেই করণের প্রোফাইলটি আর দেখা যাচ্ছে না। নির্মাতার এমন ঘোষণা প্রকাশ্যে আসার পর থেকে ভক্তদের মন খারাপ। সবার মনে একই প্রশ্ন, কেন বিদায় নিলেন করণ?
অবশ্য অনেকেই বিষয়টি নিয়ে রসিকতাও করছেন। এক নেটিজেন লিখেছেন, ‘কেউ আপনাকে মিস করবে না।’

২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরপরই স্বজনপোষণ বিতর্কে সরগরম হয়েছিল বলিউড। আর তখন সবচেয়ে বেশি আঙুল উঠেছিল করণ জোহরের দিকে। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি ‘ট্রোলড’ হয়েছিলেন করণ।
সূত্র: হিন্দুস্তান টাইমস