
মুক্তির পঞ্চম সপ্তাহেও ভারতের বক্স অফিস জুড়ে রাজত্ব করে চলছে দক্ষিণী সিনেমা ‘কানতারা’। জানা গেছে, শুক্রবার (২৮ অক্টোবর) পর্যন্ত ভারতে সাড়া জাগানো এই ছবিটির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
তবে কেবল বক্স অফিসেই সাফল্য নয়, সমালোচকদেরও ব্যাপক প্রশংসা পেয়েছে ছবিটি। মাত্র ১৬ কোটি রুপি বাজেটের এই ছবিটি আইএমডিবির রেটিং-এ ১০-এ ৯.৪ পেয়েছে । যা ‘কেজিএফ টু’ এবং ‘আরআরআর’-এর চাইতে বেশি।
কর্ণাটকের এই ছবি নিজ এলাকায় দারুণ ব্যবসা করেছে। ডাবিং করে মুক্তি দেয়া হয়েছে হিন্দি, তামিল, মালায়ালাম ও তেলেগু সংস্করণেও। যেগুলোতে বেশ ভালো ব্যবসা করছে এই ছবিটি।
তবে এত ভালো ব্যবসা করা সত্ত্বেও বির্তকের মুখে পড়তে হয়েছে ছবিটিকে। ‘কানতারা’ সিনেমার গান ‘বরাহ রুপম’ এর বিরুদ্ধে নকলের অভিযোগ তুলেছে কেরালার ব্যান্ড ‘থাইক্কুদাম ব্রিজ’।

তাদের দাবি, গানটি তাদের ব্যান্ডের ‘নবরসম’ এর ‘কপি।’ যারই প্রেক্ষিতে গানটি বাজানো থেকে বিরত থাকার নিষেধাজ্ঞা জারি করেছে কোজিকোড় সেশন কোর্ট।
পৌরাণিক কাহিনী নির্ভর ‘কানতারা’ ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষভ শেঠি। ‘কানতারা’ শব্দের অর্থ গহীন জঙ্গল। ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।
ছবিতে অভিনয় করেছেন কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনেতা অভিনেত্রীরা।
বিজ্ঞাপন
সূত্র: পিঙ্কভিলা
বিজ্ঞাপন