এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। সংগঠনটির সহ-সভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ বলেছিলেন, তারা এই ম্যাচ বাতিলের সবরকমের চেষ্টা করবেন। এমন হুমকি থাকলেও অবশ্য ম্যাচ সরিয়ে নেয়া হবে না, জানিয়েছে বিসিসিআই।
কানপুরে ম্যাচ বাতিল হচ্ছে না জানিয়ে বিসিসিআই সূত্রে ভারতের গণমাধ্যমে খবর, ‘হ্যাঁ, আমরা গভীরভাবে ঘটনা পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছি। আমরা সূচি অনুযায়ী ম্যাচটি পরিচালনা করার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি এবং স্টেডিয়াম এ ব্যাপারে পুরোপুরি প্রস্তুত রয়েছে।’
‘ম্যাচটি অন্য কোথাও সরিয়ে নেয়া হবে না। এটা কানপুরেই হবে। যাইহোক, আমরা ঘটনার পরবর্তী বিষয়ের উপর নজর রাখছি, সেটা কানপুর এবং অন্য স্টেডিয়ামগুলোতেও।’
বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের পর হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এমন অভিযোগ তুলেছে সংগঠনটি। বাংলাদেশে হিন্দুদের উপর চলা অত্যাচারের প্রতিবাদ করতে হিন্দু মহাসভা হামলা করবে, জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম।
এমন খরবও এসেছিল যে, ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ভেন্যুর সম্ভাব্য পরিবর্তনের কথা চিন্তা করছে। যদি দ্বিতীয় টেস্ট কানপুরে না করা যায় সেক্ষেত্রে ম্যাচটি মধ্য প্রদেশের ইন্দোরে হলকার স্টেডিয়ামে স্থানান্তরিত হতে পারে বলা হচ্ছিল।








