দখল ও দূষণে হারিয়ে যেতে বসেছে কালিগঙ্গা নদী

প্রভাবশালীদের যোগসাজশ আর দায়িত্বশীলদের অবহেলায় দখল ও দূষণের কারণে মানচিত্র থেকেই হারিয়ে যেতে বসেছে কুষ্টিয়ার এক সময়ের স্রোতস্বিনী কালিগঙ্গা নদী। নদী দখল ও লিজ দেওয়ার মাধ্যমে গড়ে তোলা হয়েছে পার্কসহ নানা স্থাপনা। নদীপথ ভরাট করে রেল লাইন ও ঢাকা-কুষ্টিয়া মহাসড়কও নির্মাণ করা হয়েছে। নদীর উৎসমুখ দ্রুত দখলমুক্ত করে খননের মাধ্যমে পানি প্রবাহ চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।