চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কেমন হলো জয়ার প্রথম হিন্দি ছবির ট্রেলার?

ট্রেলারের শুরুতে ফ্যামিলি ড্রামা মনে হলেও হঠাৎ করেই তা রূপ নেয় থ্রিলারে

KSRM

ভারতের গোয়ায় সোমবার (২০ নভেম্বর) শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি)। ইফির উদ্বোধনী দিনে জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’র ট্রেলার প্রকাশিত হয়েছে। প্রকাশ পেয়েছে জি ফাইভ-এর ইউটিউব চ্যানেলেও। ট্রেলারটি এখন আলোচনায়।

জয়া ছাড়াও ‘করক সিং’ সিনেমায় আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আরও আছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী। সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

Bkash

ট্রেলারের শুরুতে ফ্যামিলি ড্রামা মনে হলেও হঠাৎ করেই তা রূপ নেয় থ্রিলারে। সুখী কোনো পরিবারের গল্প নয় এটি, নয় প্রেমের গল্পও। পরতে পরতে লুকিয়ে আছে সাসপেন্স।

অ্যামনেশিয়ায় আক্রান্ত একে শ্রীবাস্তব (পঙ্কজ) জানেনা তিনি কে, কোথা থেকে কীভাবে হাসপাতালে এসেছেন। পরিচয় সংকটে ভোগা এই ব্যক্তির মেয়ের পরিচয়ে আসেন সানজানা সাংঘি ও প্রেমিকার পরিচয় নিয়ে আসেন জয়া আহসান। আসেন অফিসের বসও। তারা তাকে অতীত নিয়ে প্রশ্ন করতে থাকেন। কিন্তু কাউকেও চিনতে পারেন না তিনি, নাকি না চেনার ভান করেন? তা জানার জন্য দেখতে হবে সিনেমাটি।

Reneta June

ট্রেলারটি শেয়ার করেছেন অমিতাভ বচ্চনও। ক্যাপশনে লিখেছেন, ‘দাদা, আমার শুভকামনা ও প্রার্থনা আপনার নতুন কাজের জন্য। ইন্টারেস্টিং মনে হচ্ছে।’

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) উৎসবে ২২ নভেম্বর হবে ‘কড়ক সিং’-এর প্রিমিয়ার। ‘কড়ক সিং’ ছাড়াও উৎসবে জয়ার আরও তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সেগুলো হচ্ছে- ‘ফেরেশতে’, ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View