চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই বিয়ে করবেন কচি খন্দকার!

চলমান ফুটবল বিশ্বকাপ নিয়ে গোটা বিশ্বে এক অন্যরকম উন্মাদনা বিরাজ করছে। বাদ যায়নি বাংলাদেশও। শহর কিংবা গ্রাম-গঞ্জ, সবখানেই আলোচনার বিষয় কোন দেশের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি। একটি বেসরকারি টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘চিরকুমার সংঘ’-এও লেগেছে বিশ্বকাপ হাওয়া।

নাটকের গল্পে বাড়তি চমক আনতে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যুক্ত হচ্ছেন অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার। গল্পে দেখা যাবে, কচি খন্দকার একজন আর্জেন্টিনার সমর্থক। রীতিমত অন্ধ ভক্ত। তার চরিত্রটির নাম পাকা মণ্ডল। চুল দাড়িতে পাক ধরলেও এখনও অবিবাহিত।

পণ করেছেন আর্জেন্টিনা যে বছর বিশ্বকাপ জিতবে সে বছর বিয়ে করবেন কচি খন্দকার। তাই এখনেও চিরকুমার রয়ে গেছেন কচি খন্দকার। গল্পে আরও দেখা যায়, বছরের পর বছর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে না, তাই কচি খন্দকারেরও বিয়েও করা হয় না।

চিরকুমার সংঘ পরিচালনা করছেন তুহিন হোসেন। এই নির্মাতা জানান, গল্পে চমক আনতে এবং সময়ের সঙ্গে সঙ্গে নাটকের দর্শকের ধরে রাখতে তিনি কচি খন্দকারকে যুক্ত করেছেন। নাটকে ব্রাজিল সমর্থক হিসেবে দেখা যাবে বাপ্পী আশরাফকে।

জিনি গ্রামের মাঠে সাতার কাপ নামে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে খেলার আয়োজন করেন। পরিচালক তুহিন হোসেন জানান, ২৮ নভেম্বর থেকে চিকু সংঘে ফুটবল বিশ্বকাপের আমেজ শুরু হবে। নাটকটির নতুন পর্বগুলোতে থাকছে ফুটবল উন্মাদনাকে ঘিরে মজার গল্প।

গীতিকার, চিত্রনাট্যকার ও সাংবাদিক গোলাম রাব্বানীর রচনায় চিরকুমার সংঘ নাটকে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবন, আরশ খান, ফারিয়া শাহরিন, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চিরকুমার সংঘ প্রচার হচ্ছে একটি বেসরকারি টিভিতে, পরে পাওয়া যাচ্ছে ইউটিউবেও।