শিল্পীর প্রতিবাদের ধরন আলাদা, প্রকৃত শিল্পী সেটা তার সৃষ্টির মাধ্যমেই প্রমাণ করেন বার বার। কবীর সুমন তেমনি একজন শিল্পী, যিনি তার গানের কথায়-সুরে অনায়াসে শাসক আর শোষকদের নির্মম সত্য বলে দিতে পারেন! সীনা টানটান করে সমাজের সঙ্গতি আর অসঙ্গতিগুলিও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারেন এই গানের মাধ্যমেই।
চলমান ইউক্রেনের উপর রাশিয়ার হামলার প্রেক্ষিতেও গর্জে উঠলেন কবীর সুমন। লিখে ফেললেন নতুন গান। যে গানে তার যুদ্ধ বিরোধী অবস্থানই ফুটে উঠেছে।
কবীর সুমনের লেখা গানটির কথা এরকম:
“কেউ তোলে বন্দুক
কেউ দেয় ফুল
যাকে ফুল দেয় তার
ট্রিগারে আঙুল।কেউ করে বেদখল
কেউ করে ঘর
ফাশিস্ট দখল করে
আমার শহর।কেউ বলে হাত তোলো
কেউ ধরে হাত
দখল করে কি কারো
খুলেছে বরাত।বরং ফুলের বীজ
মাটিতে ছড়াও
যুদ্ধ না হয় যেন
আর একটাও।”
চিরচেনা ভঙ্গিতে তার এই প্রতিবাদে মুগ্ধ নেটিজেনরাও। শনিবার সকালে তিনি গানটি লিখেছেন। এরপর কথাগুলো দিয়েছেন ফেসবুকে। গানের কথা পোস্ট করার পর থেকেই প্রশংসা পাচ্ছেন তিনি।
বেশির ভাগই আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন, গানটির সুর ও গায়কীর জন্য। যদিও কবীর সুমন লিখেছেন, ‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন। ইনশাল্লাহ্!’
পৃথিবীতে শিল্পীরা বরাবরই মানবিক। যখনই মানবতার বিপর্যয় তখনই সবার আগে শিল্পীরা দাঁড়িয়ে যান। আর কবীর সুমন যেনো তার থেকেও একটু বেশী মানবিক। মানবতার বিপর্যয়ে যেনো তিনি নিজেই বিপন্নবোধ করেন। তাই তার গান অন্যদের থেকে আলাদা। তার গান প্রতিবাদের কথা বলে। প্রতিরোধের কথা বলে। বিপ্লবের কথা বলে। বৈষম্য আর নিপীড়নের কথা বলে। ভাঙ্গনের কথা বলে। নতুনকে গড়ার কথা বলে। পরিবর্তনের কথা বলে। সর্বোপরি মানবতার কথা বলে। সেটাই যেন নতুন এই গানের কথাগুলোর মাধ্যমে আরো একবার প্রমাণ করলেন কবীর সুমন।







