এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আবারও শাস্তির মুখোমুখি হতে পারে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। তুরিনের বুড়িদের অর্থিক অনিয়মের তদন্তে নেমেছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত তিন বছরের মধ্যকার অনিয়মের তদন্ত করবে সংস্থাটি।
উয়েফা তিন মৌসুমে ইতালির জায়ান্ট ক্লাবটির আর্থিক হিসাব নিয়ে নিয়ম লঙ্ঘনের সত্যতা পেয়েছে। যেজন্য উয়েফার ক্ষতির সীমা ৬০ মিলিয়ন। আর্থিক নিয়ম মেনে না চললে তা বেড়ে ৯০ মিলিয়ন ইউরো হতে পারে।
জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত শেষ হতে পারে আগামী বছরের শুরুতে। জরিমানাসহ স্কোয়াডের উপর আসতে পারে নিষেধাজ্ঞা। আগে আর্থিক নিয়ম লঙ্ঘনের জন্য ২০২৩ সালে ইউরোপের প্রতিযোগিতা থেকে একবছরের জন্য নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি।
তখন জুভেন্টাস দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করেছিল। যাতে শাস্তি হিসেবে লিগে আগের মৌসুমের পয়েন্ট থেকে ১০ পয়েন্ট কাটা হয়েছিল। শীর্ষ চার থেকে ছিটকে ৭ নম্বরে নেমে এসেছিল ক্লাবটি।
শেষপর্যন্ত সেই সাতে থেকেই মৌসুম শেষ করেছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই, ইউরোপা লিগ থেকেও বেরিয়ে ইউরোপা কনফারেন্স লিগে খেলতে হয়েছিল তাদের। সঙ্গে আর্থিক জরিমানা ছিল।








