এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মৌসুমটা ভালো যাচ্ছে না জুভেন্টাসের। সিরি-এ’তে ১৩ ম্যাচ খেলে ৬ জিতেছে ইতালির জায়ান্ট ক্লাবটি। বাকি ৭ ম্যাচে ড্র করে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান। চ্যাম্পিয়ন্স লিগে সবেশেষ ম্যাচে অ্যাস্টনভিলার বিপক্ষেও জয় তুলে নিতে পারেনি। সোমবার লিগে লিসের বিপক্ষে খেলবে ক্লাবটি। তবে দলের গুরুত্বপূর্ণ ৯ সদস্যকে পাচ্ছে না তুরিনের ক্লাবটি।
ইতালিয়ান ক্লাবটির প্রধান কোচ থিয়েগো মোতা সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। মূলত চোট অসুস্থতার কারণেই আসন্ন ম্যাচে ৯ ফুটবলারের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। তাদের তালিকাও দিয়েছেন তুরিনের বুড়িদের কোচ- হুয়ান কাব্যাল, নিকো গঞ্জালেস, ডগলাস লুইজ, নিকোলো স্যাভোনা, দুসান ভ্লাহোভিচ, মিলিক, ম্যাককেনি, অ্যাডজিচ ও ব্রেমার।
দিয়েগো মোতা বলেছেন, ‘ এই নয়জন আসন্ন ম্যাচে আমাদের সাথে থাকার সম্ভাবনা ক্ষীণ। আমি জানিনা কে সুস্থ হবে। আপাতত আমরা লিস ম্যাচের কথা ভাবছি। তারপর দেখব আসন্ন ম্যাচগুলোতে কাকে পাওয়া যাবে।’








