চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্ব শরণার্থী দিবস: এখনো অনিশ্চিত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন

আজ ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস। বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প এখন বাংলাদেশের কক্সবাজারে। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যা থেকে প্রাণ বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এরআগে থেকে আরো ৪ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে বাস করছে।

বিপুল সংখ্যক এই বিশ্ব শরনার্থীরা আদৌ নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবে কি না, তা নিয়ে উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। এখন যে কোন মূল্যে নিজ দেশে ফিরতে চায় তারা। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পের নাজুক পরিস্থিতি ও বেশ কয়েকটি হত্যাকাণ্ড সহ নানা কারণে অতিষ্ট রোহিঙ্গারা। এ কারণে স্বদেশে ফিরে যেতে শুরু করেছে ‘গো হোম’ ক্যাম্পেইন কর্মসূচি।

গতকাল ১৯ জুন এই কর্মসূচি পালন করে। এর মাধ্যমে দ্রুত প্রত্যাবাসনসহ ৭ দফা দাবি জানিয়ে তাদের স্বদেশে ফেরত পাঠাতে আর্ন্তজাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রোহিঙ্গারা।

বিশ্ব শরনার্থী দিবস পালন উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পে কোন কর্মসূচি রাখা হয়নি। তবে কক্সবাজার শহরে কয়েকটি সংগঠন রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ ছাড়া জাতিসংঘ শরনার্থী সংস্থা ইউএনএইচসিআরও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।