এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জুলাই দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে কনস্যুলেট ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। বিশেষভাবে স্মরণ করা হয় প্রথম শহীদ রংপুরের আবু সাঈদকে এবং অন্যান্য আত্মত্যাগকারী শহীদদের।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই চেতনা ধারণ করে দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ছাড়াও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দোয়ায় দেশের শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করা হয়। এছাড়াও সবাই যেন জুলাই চেতনা ধারণ করে দেশ গড়ার কাজে এগিয়ে আসেন—এই আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।








