চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বক্স অফিসে ‘যুগ যুগ জিও’র বাজিমাত

KSRM

মুক্তির শুরু থেকেই বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছে বরুণ ধাওয়ান এবং কিয়ারা আদভানি অভিনীত ছবি ‘যুগ যুগ জিও’। বিশ্বব্যাপী এবার ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ল ছবিটি। যা বলিউড সিনেমার হালে ফেরার ইঙ্গিত দিলো।

ছবিটির আয় ১০০ কোটি পেরোতেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো ‘যুগ যুগ জিও’ টিমের মাঝে। প্রযোজক থেকে বরুণ নিজেও দর্শকদের ভালবাসায় উৎফুল্ল।

Bkash

রোববার (৩ জুলাই) সকাল হতেই নিজে সুখবর দিয়ে ইনস্টাগ্রামে বরুণ লিখেন, আপনাদের ধন্যবাদ দিয়েও শেষ করতে পারব না। সবাই ভাল থাকুন।

পার্টির মুডে আছেন প্রযোজক করণ জোহরও। নিতু সিং এবং অনিল কাপুরকে নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন তিনি। দর্শকদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, আপনাদের ভালবাসায় আজ এই পরিবার ১০০ কোটির ক্লাবে, ধন্যবাদ।

Reneta June

গেল কয়েক বছর থেকে বলিউডের বেশ কিছু সিনেমা লাভের মুখ দেখতে পারেনি। যেই তালিকায় রয়েছে তারকা বহুল বিগ বাজেটের সিনেমাও। মাঝখান থেকে কার্তিকের ‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’র সাফল্য তুঙ্গে।

এছাড়াও সামনের দিনগুলোতে মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউডের বেশ কয়েকটি বড় মাপের প্রজেক্ট। যেখানে রয়েছে ‘শমশেরা’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘জওয়ান’, ‘পাঠান’, ‘লাল সিং চাড্ডা’ সহ আরো বেশ কিছু প্রজেক্ট। –ইন্ডিয়ান এক্সপ্রেস

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View