চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিচারক সংকট: রংপুরে লক্ষাধিক মামলার জট

বিচারক সংকটের কারণে লক্ষাধিক মামলার জটে পড়েছে রংপুরের বিচার বিভাগ। দীর্ঘদিন ধরে বিচার কাজ ঝুলে থাকায় হয়রানির সাথে নিঃস্ব হয়ে পড়ছেন বিচার প্রত্যাশীরা। মামলার জট কমাতে দ্রুত বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন বিচার প্রত্যাশীসহ সংশ্লিষ্টরা।

রংপুরের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলায় জড়িত বিচার প্রত্যাশীরা বছরের পর বছর ঘুরছেন আদালতপাড়ায়। তাদের অভিযোগ, বিচারক না থাকায় মামলা জটের কারণে ৩০ থেকে ৪০ বছরেরও পুরনো মামলায় ঝুলে রয়েছেন অনেকে।

Bkash July

আদালত পাড়ায় জুতা ক্ষয় করা উত্তরের অস্বচ্ছল মানুষকে দীর্ঘদিন ধরে মামলা চালাতে গিয়ে জমি-জমাসহ শেষ সম্বল বিক্রি করে সর্বশান্ত হতে হচ্ছে।

আদালত ও আইনজীবীদের দেয়া তথ্য মতে, রংপুর জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের পদ রয়েছে ৩৮টি। এর মধ্যে একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চারজন যুগ্ম জেলা ও দায়রা জজ, দু’জন সিনিয়র সহকারী জজ, দু’জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ দশজন বিচারকের পদ ফাঁকা রয়েছে। এতে করে আদালতে মামলা জমেছে এক লাখ তিন হাজারেরও বেশি।

Reneta June

বিচারকের অভাবে মামলা জটের কথা স্বীকার করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আদালতে শূন্য পদে বিচারক নিয়োগসহ অতিরিক্ত বিচারক নিয়োগের মাধ্যমে রংপুর জেলার মামলার জট নিরসন করা না গেলে বিচার বিভাগের প্রতি আস্থা হারাবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

Labaid
BSH
Bellow Post-Green View