চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ি বিক্রির কথা বলে টাকা নিয়ে পালিয়েছেন যুবলীগ নেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ন ০৫, এপ্রিল ২০২৫
অপরাধ
A A

রাজধানীর দারুস সালাম থানার মাজার রোড এলাকায় গাড়ি বিক্রির নাটক সাজিয়ে এক ব্যবসায়ীর ১৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন যুবলীগ নেতা আরিফুল ইসলাম চৌধুরী। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ম্যানুফ্যাকচারিং ব্যবসায় বিনিয়োগ ও চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।

এ বিষয়ে রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলা এবং তুরাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর তুরাগের চন্ডালভোগ সানেক্স অটো মোবাইল ওয়ার্কসপে প্রতারক চক্রের মূলহোতা মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী নিজের ব্যবহারের প্রিমিও ২০০৬ মডলের এফ প্রিমিও সাদা পাল কালারের একটি গাড়ি ১৩ লাখ ৫০ হাজার টাকা বিক্রি করে। ওই গাড়িটি ক্রয় করেন ব্যবসায়ী মো. সোহেল (৩৫)। ওই ওয়ার্কশপে একাধিক বছর আরিফুল ইসলাম গাড়ির কাজ করাতেন।

সেই সুবাদে গাড়িটি ক্রয় করে নগদ টাকা পরিশোধ করলেও প্রতারক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী বলে তার সাথে গাড়িতে বউ রয়েছে, তাই বউকে মিরপুরের বাসায় নামিয়ে গাড়িটি দিয়ে দিবেন। এসময় তার সাথে সানেক্স অটো মোবাইল ওয়ার্কসপের মো. নিলয় সরকারকে দেয়া হয়। কিন্তু প্রতারক আরিফুল ইসলাম কৌশলে মিরপুর এক নম্বরে একটি বাড়ির নিচে নিলয় সরকারকে বসিয়ে রেখে পালিয়ে যায়।

দারুস সালাম থানার এই মামলায় মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী জামিনে চলে এসেছে। বর্তমানে মামলার বাদী নিলয় সরকার এবং ব্যবসায়ী মো. সোহেলকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তারা ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এছাড়াও ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল বাদী হয়ে গত ১২ ফেব্রুয়ারি তুরাগ থানায় একটি জিডি করেছেন। প্রতারক চক্রের সদস্যরা র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনীর হাতে প্রায় দিনই গ্রেপ্তার ও হচ্ছে। তবে জামিনে বেরিয়ে এসে আবারও প্রতারণার কাজ চালিয়ে যায়।

Reneta

অভিযোগে জানা যায়, যুবলীগ নেতা আরিফুল ইসলাম চৌধুরীর সিন্ডিকেটের ১৫/২০ জনের একটি শক্তিশালী গ্রুপ রয়েছে। তার দলের প্রত্যেক সদস্যই লোভনীয় চাকরির অফারে বিদেশে লোক পাঠানো, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বন্ধু সেজে প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের লক্ষ্য সাধারণত সহজসরল মানুষ। সুযোগ বুঝে নানা ছলচাতুরি ও মিথ্যা প্রলোভন দেখিয়ে তারা প্রতারণা করছে।

এছাড়াও মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী নিজে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সেজে প্রতারণা, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, জমি লিজ, প্লট বিক্রি, চাকরি দেয়ার নামে প্রতারণা, এমএলএম ব্যবসা, পে-অর্ডার, অনলাইন প্রতারণা ও গাড়ি বিক্রিসহ বিভিন্ন প্রতারণা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সে বিদেশ লোক পাঠানো ও বিয়ের নামে প্রতারণা করেও হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

এমনই আরও একজন ভুক্তভোগী খিলগাঁও বনশ্রীর বাসিন্দা ভুক্তভোগী আনিছুর রহমান। তিনি জানান, আরিফুল ইসলাম ২০২২ সালে তার কাছে একটি এলিয়ন প্রাইভেটকার বিক্রির জন্য নিয়ে আসেন।

গাড়িটি বিক্রির কথা বলে আমার কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা নেন। একপর্যায়ে গাড়ির যাবতীয় ডকুমেন্ট দেওয়ার কথা বলে দারুস সালাম থানাধীন কিয়াংসি চায়নিজ রেস্টুরেন্টের সামনে কৌশলে চা খাওয়ার কথা বলে নামিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান আরিফুল। পরে টাকা ফেরত চাইলে আরিফুল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালান। আরিফুল যুবলীগ নেতা হওয়ায় টাকা হারিয়েও ভয়ে মুখ খুলতে সাহস পাইনি।

আরেক ভুক্তভোগী রাজধানীর শান্তিনগর এলাকার বাসিন্দা মো. ইসমাইল জানান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বিবিএ সম্পন্ন করে স্বজনদের সহায়তায় নিজ উদ্যোগে ব্যবসা করার স্বপ্ন দেখছিলেন তিনি।

পূর্ব পরিচিতির সুবাদে আরিফুলকে তিনি জানান, ব্যবসায়িক উদ্যোক্তা হতে চান। ইসমাইলের পরিবারকে কেন্দ্র করে প্রতারনার ফাঁদ পাতে আরিফুল। দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকায় জনৈক মাসুদ চৌধুরীর ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানকে নিজের বলে জাহির করে সে।

আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও যুবলীগ সভাপতি-সেক্রেটারির সাথে আরিফুল ইসলাম চৌধুরী

এই প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন ব্যবসায় আরিফুলের মাধ্যমে বিনিয়োগ করার প্রস্তাব দিলে ইসমাইল বিশ্বাস করে পার্টনারশিপ ব্যবস্যায় বিনিয়োগের সিদ্ধান্ত নেন। এরপর ইসমাইল ও তার পরিবারের কাছ থেকে দফায় দফায় প্রায় ৫৮ লাখ টাকা হাতিয়ে নেয় আরিফুল।

গত ২৫ ফেব্রুয়ারি সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ে টেন্ডারে ৩০ শতাংশ লভ্যাংশে বিনিয়োগের কথা বলেও ব্যাংকের মাধ্যমে ৫ লাখ টাকা নেয় সে। এ ছাড়া স্থানীয় এমপির মাধ্যমে মিরপুর কাঁচা বাজারের আড়ত ৫ বছরের জন্য ইজারা নেয়ার কথা বলে ১২ লাখ, চায়না থেকে আসা কন্টেইনার শিপমেন্টে বিনিয়োগের কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর ইসমাইল জানতে পারেন সব ভুয়া।

একপর্যায়ে আরিফুলের কাছে সব টাকা ফেরত চাইলে তিনি যোগাযোগ বন্ধ করে দেয়। বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি আসতে থাকে ইসমাইলদের পরিবারে। যুবলীগ নেতা হওয়ায় তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে মুখ খুলতেও সাহস পাচ্ছিলেন না ভুক্তভোগী মো. ইসমাইল।

প্রতারণার শিকার উত্তরার ব্যবসায়ী মো. সোহেল জানান, মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী নিজেকে সময় সুযোগ বুঝে বিভিন্ন পরিচয় দিতো। যখন যে সরকার ক্ষতায় থাকে তখন ওই দলের পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। আওয়ামী লীগের প্রত্যেক মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার ছবি রয়েছে।

ওইসব ছবি দেখিয়েও প্রতারণা করতো আরিফুল। তার কাছে গাড়ি বিক্রি করেছে। নগদ টাকাও নিয়েছে। কিন্তু গাড়ি দেয়নি। তার কাছে ১৩ লাখ ৫০ হাজার টাকা পাই। সে গাড়িও দিচ্ছে না; টাকাও ফেরত দিচ্ছে না। উল্টো সে তার সহযোগিরা বিভিন্ন সময় হুমকি দিচ্ছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে আরিফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ট্যাগ: গাড়ি বিক্রিটাকা নিয়ে পালিয়েছেনযুবলীগযুবলীগ নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

জানুয়ারি ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সালিশি মামলায় ইউনিলিভার বাংলাদেশের পক্ষে আদালতের চূড়ান্ত রায়

জানুয়ারি ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হলেন সুনেত্রা পাওয়ার

জানুয়ারি ৩১, ২০২৬

বিশ্বকাপ: শেষ ম্যাচে জিম্বাবুয়েকে আড়াইশ পেরোনো লক্ষ্য দিল বাংলাদেশ

জানুয়ারি ৩১, ২০২৬

রাজধানীতে পানির ট্যাংকের পাইপে ঝুলছিল হাত বাঁধা মরদেহ

জানুয়ারি ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT