শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’র পর নতুন সিনেমা ‘স্বর্গে’ চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার দুপুরে ইমপ্রেস টেলিফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন ‘ঢালিউড কুইন’ খ্যাত এই নায়িকা।
নির্মাতা জয় জানান, এটি নায়ক নায়িকা নির্ভর সিনেমা নয়, পুরোপুরি গল্পনির্ভর সিনেমা। তিনি বলেন, অপু গল্প নির্ভর কাজে ইদানিং বেশি মনোযোগী। গল্পটি শুনে সে আগ্রহী হয়েছে।
সামাজিক বৈষম্যের গল্পে নির্মিত হবে ‘স্বর্গে’। জয় বলেন, এমন গল্প তুলে আনবো যা আমাদের চারপাশে ঘটে কিন্তু আমরা নোটিশ করিনা। দেশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সিনেমাটি প্রদর্শন করাবো। সেই সংকল্প নিয়ে শুটিং শুরু হবে আগামী মে’র মাঝামাঝি সময়ে।
অপু বিশ্বাস জানান, তার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত ইমপ্রেসের সাপোর্ট পেয়ে আসছেন। এজন্য তিনি এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
চ্যানেল আই অনলাইনকে অপু বিশ্বাস বলেন, নায়ক হিসেবে জয় ভাইকে অনেক আগে পেয়েছিলাম, তার নির্মাণে ‘প্রিয় কমলা’তে কাজ করেছি। তার অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’-তে অতিথি হয়ে এসেছিলাম। অনুষ্ঠান শেষে গল্পটা আমাকে শোনান। প্ল্যানিং ও গল্পটা শুনে এত ভালো লাগে, আমি কাজটির জন্য সঙ্গে সঙ্গে শিডিউল দিয়ে দিয়েছি। আসলে আমার উপর আস্থা রেখে যেসব প্রযোজনা সংস্থা আমাকে সিনেমাতে নেন সবসময় আমি চেষ্টা করি সেই আস্থা ও বিশ্বাস রাখার।
অপু বিশ্বাস আরও বলেন, জয় ভাই অত্যন্ত মেধাবী এবং সময় সচেতন একজন নির্মাতা। তিনি অল্প সময়ে অনেক বেশি মসৃণ করে কাজ করতে জানেন। আমার বিশ্বাস আমাদের নতুন সিনেমা ‘স্বর্গে’ খুব ভালো একটি সিনেমা হবে এবং দর্শকদের কাছ থেকে সুনাম অর্জন করতে সক্ষম হবে।
পরিচালনায় পাশাপাশি এ ছবিতে জয় নিজেও অভিনয় করবেন। তিনি যেমনটা বললেন, দিনশেষে ভালো কাজটা থাকে। এখন ভালো কাজ ছাড়া কোনো গতি নেই। আমি মনে করি, একটি ভালো কাজের অন্তরায় হচ্ছে কাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। অপুকে পূর্বের কাজে তার মধ্যে এই জিনিসগুলো পেয়েছি বলেই তাকে নিয়ে নতুন করে সিনেমা করতে যাচ্ছি। অপু বিশ্বাসকে স্ক্রিনে সঠিকভাবে ব্যবহার করার দায়িত্ব আমার।
ছবি: নাহিয়ান ইমন








