এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ক্রিকেটে ইংল্যান্ডের দেড়শ বছরের দীর্ঘসময়ে কেউই ছুঁতে পারেননি ১৩ হাজার রানের মাইলফলক। সেই আক্ষেপটা ঘোচালেন জো রুট। ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে টেস্টে ১৩ হাজার রানের রেকর্ড ছুঁয়েছেন রুট। এই ফরম্যাটে সবচেয়ে কম ম্যাচে ১৩ হাজার রান পূর্ণ করার রেকর্ডও এখন তার দখলে।
জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটে নামে ইংল্যান্ড। প্রথমদিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ৪৯৮ রান সংগ্রহ করেছে বেন স্টোকসের দল। দুই ওপেনার জ্যাক ক্রলি (১২৪) ও বেন ডাকেটের (১৪০) সেঞ্চুরির পর ১৬৯ রানে অপরাজিত আছেন ওলি পোপ। যদিও ৪৪ বলে ৩৪ রান করে ফিরে যান রুট। তাতেই রেকর্ড বইয়ে নাম লেখান।
১৫৩টি টেস্ট খেলে মাইলফলকে পৌঁছেছেন রুট, যা টপকে গেছে কিংবদন্তি ব্যাটারদেরকেও। রুটের আগে এই রেকর্ডের মালিক ছিলেন সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস, যিনি ১৩ হাজার রান পূর্ণ করেছিলেন ১৫৯ ম্যাচে। ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় (১৬০), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬২) এবং ভারতেরই শচীন টেন্ডুলকার (১৬৩ ম্যাচ) ছিলেন তালিকায় রুটের আগে।
তবে ইনিংসের হিসাবে পিছিয়ে আছেন রুট। তিনি এই রান সংগ্রহ করেছেন ২৭৯ ইনিংসে, যেখানে শচীন টেন্ডুলকারের লেগেছিল ২৬৬ ইনিংস, আর জ্যাক ক্যালিসের ২৬৯ ইনিংস। তবুও এমন অসাধারণ কীর্তিতে রুট হয়ে গেছেন ইংল্যান্ডের ইতিহাসে প্রথম ব্যাটার, যিনি টেস্টে ১৩ হাজার রান ছুঁয়েছেন। টেস্ট ইতিহাসের পঞ্চম ব্যাটার হিসেবে ১৩ হাজার রান ছুঁলেন ৩৪ বর্ষী রুট।
২০১২ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল রুটের। সেই থেকে এক দশকেরও বেশি সময় ধরে ইংলিশদের ব্যাটিং লাইনআপের সবচেয়ে নির্ভরযোগ্য নাম হয়ে আছেন। অসাধারণ দক্ষতায় রুট গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।







