জেসাপ বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ) যৌথভাবে ‘মে ইট প্লিজ দ্য কোর্ট: দ্য কেস কনসার্নিং দ্য ক্রাফট অফ জেসাপ অ্যাডভোকেসি’ শীর্ষক ষষ্ঠ জেসাপ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ৫ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
আয়োজনে সহযোগিতা করেছে মার্কিন বিচার বিভাগ–ওভারসিজ প্রসিকিউটরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং অফিস (USDOJ–OPDAT), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল এবং হার্থ বাংলাদেশ।
দুই দিনব্যাপী এ কর্মশালা আইন শিক্ষার্থীদের অ্যাডভোকেসি দক্ষতা উন্নয়ন এবং ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতা–বাংলাদেশের ১০ম জাতীয় রাউন্ডের প্রস্তুতির উদ্দেশ্যে আয়োজন করা হয়। জেসাপ প্রতিযোগিতাকে বিশ্বব্যাপী “মুটিং ওয়ার্ল্ড কাপ” হিসেবে বিবেচনা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারহাত আনোয়ার, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের আবাসিক আইন উপদেষ্টা সেরা সেথলিকাই, আইএলএসএ জাতীয় সমন্বয়কারী নূরান চৌধুরী এবং হার্থ বাংলাদেশের নির্বাহী পরিচালক পরব নাসের সিদ্দিক।
জেসাপ বাংলাদেশের জাতীয় প্রশাসক কে. এম. আশবারুল বারী উদ্বোধনী বক্তব্যে কর্মশালার উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আয়োজকদের ধন্যবাদ জানান এবং উদ্যোগের প্রতি সার্বিক সমর্থনের আশ্বাস দেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারহাত আনোয়ার বলেন, সহযোগী অংশীদার হিসেবে বিশ্ববিদ্যালয় এই আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত। মার্কিন দূতাবাসের আবাসিক আইন উপদেষ্টা সেরা সেথলিকাই আইন শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
এ বছর জেসাপের বাংলাদেশ রাউন্ডে দেশের ৫২টি আইন স্কুল অংশ নিয়েছে, যা এটিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জাতীয় রাউন্ডে পরিণত করেছে।








