চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

স্পেনের বিশ্বজয়ী মেয়েদের বিরুদ্ধে হবে মামলা

KSRM

জেনিফার হারমোসোকে চুমু কাণ্ডের জেরে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) দায়িত্ব থেকে সভাপতি লুইস রুবিয়ালেস পদত্যাগে বাধ্য হন। তবুও নাছোড় ফুটবলাররা ফেডারেশন ঢেলে সাজানোর দাবি জানাচ্ছেন। তেমন না হলে স্পেন নারী ফুটবল দল ২০২২-২৩ মৌসুমে উয়েফা নেশনস লিগে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। ফেডারেশনও পাল্টা কঠোর অবস্থানে যাচ্ছে। বিদ্রোহী খেলোয়াড়দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংস্থাটি প্রস্তুত।

পেদ্রো রোচাকে আরএফইএফ-এর অস্থায়ী সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। তিনি খেলোয়াড়দের বিদ্রোহ থেকে ফিরে আসতে একটি নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়েছেন। কারণ দেশের প্রতিনিধিত্ব না করার হুমকি দিচ্ছেন যারা, তারা প্রকৃতপক্ষে নিজেদের খেলার জন্য উন্মুক্ত করবেন কিনা, সেই বিষয়ে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নেয়া দরকার।

Bkash July

আগামী শুক্রবার সুইডেনের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে স্পেনের নামার কথা রয়েছে। সেই প্রতিযোগিতায় অ্যালেক্সিয়া পুতেল্লাস এবং আইতানা বনমাতির মতো সুপারস্টার পারফর্মাররা কোনো ভূমিকা পালন করবে কিনা, তা এখন দেখার বিষয়।

স্প্যানিশ গণমাধ্যম বলছে, ফেডারেশনের কর্মচারীরা জাতীয় দলের নারী খেলোয়াড়দের বিরুদ্ধে দুটি অভিযোগ এনেছেন। প্রথমত- জোরপূর্বক তাদের পদত্যাগে জবরদস্তি করা ও মিথ্যা অপবাদ আরোপ করা। এসবের ভিত্তিতে ফেডারেশন ফুটবলারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে প্রস্তুত।

Reneta June

রোচা আগামী মাসের মধ্যে সমস্ত অভিযোগ বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন। কালো তালিকায় নাম থাকা ও সন্দেহে থাকা পরিচালক-কর্মচারীদের ফেডারেশনে রাখার অনুমতি দেয়া উচিৎ কিনা, সেই বিষয়ে পৃথক সিদ্ধান্ত নেয়া হবে।

প্রায় ৩৯ জন খেলোয়াড় একটি নথিতে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত নেশনস লিগে জাতীয় দলে তারা ফিরবেন না।

একটি সম্মিলিত বিবৃতিতে বলা হয়েছে: আজ পর্যন্ত, আমরা আরএফইএফকে জানিয়েছি, যে পরিবর্তনগুলো ঘটেছে তা খেলোয়াড়দের মনে করার জন্য যথেষ্ট নয় যে তারা নিরাপদ জায়গায় আছেন। ফুটবল এবং যেখানে আমরা আমাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিতে পারি।

আমরা এই বিবৃতিটি এই বলে শেষ করতে চাই যে, স্প্যানিশ জাতীয় দলের খেলোয়াড়রা পেশাদার খেলোয়াড় এবং যা আমাদের সবচেয়ে গর্বের সাথে পূর্ণ করে তা হল আমাদের জাতীয় দলের জার্সি পরা এবং সবসময় আমাদের দেশকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়া।

ফেডারেশনের বর্তমান কাঠামো পরিবর্তন করা দরকার এবং আমরা এটি করছি যাতে পরবর্তী প্রজন্ম আরও অনেককিছু পেতে পারে।

খেলোয়াড়রা আহ্বান জানিয়েছেন, নারী ফুটবলে সাংগঠনিক চার্টের পুনর্গঠন, সাধারণ সম্পাদক, ক্যাবিনেটের সকল সদস্য, যোগাযোগ ও বিপণন বিভাগ এবং সততা বিভাগসহ পাশাপাশি ফেডারেশন সভাপতিকে পদত্যাগ করতে হবে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View