প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেই বিশ্বজয়ের আনন্দে মেতেছে স্পেনের মেয়েদের ফুটবল দল। সীমাহীন উল্লাসের রাশ টানতে নারাজ বিশ্বজয়ী বাহিনী। ফরোয়ার্ড জেনিফার হারমোসোর উচ্ছ্বাস আলোচনায় এসেছে ভিন্ন এক রূপে। বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির সাথে একই শিরোনামে এখন তিনি।
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে কাতার বিশ্বকাপে জয়ের পর বাহুর উপর ট্রফি রেখে ঘুমানোর ছবি তুলে ঝড় বইয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসির সেই ছবি তোলার ভঙ্গি অনুকরণ করেছেন ৩৩ বর্ষী জেনিফার। বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুমানোর ছবি তুলেছেন, যা নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে, তার নাম আসছে মেসির সাথে যুক্ত হয়ে।
বার্সেলোনার সাবেক এ ফরোয়ার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নিখুঁত স্বপ্ন, যা সত্য হয়েছে।’
বিশ্বকাপের ফাইনালে প্রথমবার উঠেই বাজিমাত করেছে স্পেন। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বসেরা হয়েছে ওলগা কারমোনার দল।
বিজ্ঞাপন