দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে আজও ঝুলে রয়েছে ফারহান আখতারের বহুচর্চিত এবং প্রতীক্ষিত প্রজেক্ট ‘জি লে জারা’। যেই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করার কথা ছিল ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়ার।
২০২১ সালে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফকে মুখ্য চরিত্রে নিয়ে ‘জি লে জারা’ চলচ্চিত্রের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ পরিচালক। তবে তারপর থেকে বেশ কয়েকবার কাজ থমকে গেছে এই ছবির কাজ। কখন করোনা তো কখনও তিন নায়িকার ডেট সমস্যা।
ইউটিউব চ্যানেল আওয়ার স্টুপিড রিঅ্যাকশনসকে দেওয়া এক সাক্ষাতকারে, পরিচালক-অভিনেতা ফারহান আখতার প্রকাশ করেছেন যে ছবিটি বাক্সবন্দি করা হয়নি কিংবা বাতিলও হয়নি। তিনি বলেছেন, ‘আমি একদমই একথা বলব না যে এই ছবিটা বন্ধ হয়ে গেছে। আমি যা বলব তা হ’ল এটি একটু পিছনের সারিতে রয়েছে। এটি এমন একটি চলচ্চিত্র যা ঘটবে। আবার কবে হবে জানি না। তবে ছবির স্ক্রিপ্ট অনবদ্য এবং ইতিমধ্যে এটি নিয়ে অনেক দূর কাজ করা হয়েছে’।
তবে ছবির মূল কাস্ট হয়তো আর এক থাকবে না বলে ইঙ্গিত দিয়ে ফারহান বলেন, ‘আমি ছবির জন্য সব লোকেশন স্কাউট, মিউজিক রেকর্ডিং শেষ করেছি। সুতরাং এটি কেবল সময়ের অপেক্ষা যে এই ছবি ফ্লোরে যাবে। আমি কাস্ট সম্পর্কে আর মন্তব্য করতে পারি না, যে কারা এই ছবির অংশ হবে। কিন্তু সিনেমা কি হবে? হ্যাঁ, তা হবে।”
২০২৪ সালে ললানটপের সাথে কথা বলার সময়, আলিয়া ভাট ‘জি লে জারা’ সম্পর্কে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, ‘প্রধানশিল্পীদের একসাথে তারিখ পাওয়া খুব কঠিন, কিন্তু সবার মাথায় এটা আছে যে ছবিটা বানাতে হবে’।
ফারহান তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দিল চাহতা হ্যায়’ এর ২০ তম বার্ষিকীতে তিন নায়িকাকে নিয়ে এই ছবিটি ঘোষণা করেছিলেন। এই ছবির সঙ্গেই পরিচালকের আসনে ফেরার কথা ছিল ফারহানের। –পিঙ্কভিলা







