এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গেল বছরের ধারাবাহিকতায় এ বছরও নিউইয়র্কের মঞ্চ মাতালের চিত্রনায়ক জায়েদ খান। শহরের আমাজুরা হলে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ড আসরে এই নায়ক পারফরম্যান্সে আগত দর্শকরা মুগ্ধ হন। তাকে করতালি দিয়ে অভিবাদন জানান।
জায়েদের পরিবেশনায় সম্প্রতি ভাইরাল হওয়া গান ‘বিড়ি’র তালে নেচে মঞ্চে আসেন জায়েদ খান। এসময় মঞ্চে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের করতালিতে মুখর হয়ে উঠে আমাজুরা হল।
এছাড়াও বাংলা সিনেমার জনপ্রিয় কিছু গানের সাথে জায়েদ পারফর্ম করেন। পরবর্তীতে তার হাতে সম্মানসূচক এওয়ার্ড তুলে দেন আয়োজকরা।
তখন দর্শকরা জায়েদকে মঞ্চে ডিগবাজি দিতে অনুরোধ করেন। তবে তাকে ডিগবাজি দিতে দেখা যায়নি। এওয়ার্ড নিয়েই আয়োজকদের ধন্যবাদ দিয়ে মঞ্চ ছাড়েন তিনি।
এ বছর অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ঢালিউডের গুণী চলচ্চিত্র অভিনেতা চঞ্চল চৌধুরীকেও এওয়ার্ড প্রদান করা হয়।
এসময় চঞ্চল চৌধুরী ঈদে মুক্তিপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের ২২টি মাল্টিপ্লেক্সে চলমান তুফান সিনেমার ‘তুফান, খুব ভয় পাইসিরে’ ডায়লগটি উপস্থাপন করেন। করতালিতে উপস্থিত দর্শকরা তাদের উল্লাস ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
দর্শকদের প্রবল অনুরোধে অনুষ্ঠানের উপস্থাপিকা সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নীর সাথে তিনি হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা গানটি গেয়ে শোনান।
অনুষ্ঠানের আয়োজক শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান, কোভিডকালীন সময় বাদে গত ২২ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির ভালাবাসায় এগিয়ে চলেছে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ড।
এবারের আয়োজনে বাংলাদেশের বড়পর্দা, ছোট পর্দা ও সংগীত জগতের এক ঝাক তারকার অংশগ্রহণ করেন। নিরব, মেহজাবীন, তিশা, তাসনিয়া ফারিন, নিরব, মন্দিরা চক্রবর্তী, বিন্দুকণাসহ নিউইয়র্কের গুণী সংগীত শিল্পী রানু নেওয়াজের পারফর্ম করেন।
অনুষ্ঠানের শেষাংশে চমক হিসেবে ছিল সংগীত শিল্পী তাহসান খান। তার জনপ্রিয় বেশ কয়েকটি গানে দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
নিউইয়র্কের স্থানীয় সময় ৩০ জুন সন্ধ্যায় বর্ণাঢ্য এ অনুষ্ঠান উপভোগ করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বাংলাদেশিরা।








