গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে একের পর এক হামলা করছে ইসরায়েলের সৈন্যরা। তাদের ক্রমাগত হামলায় গত কয়েক মাসে প্রায় ৫১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের অব্যাহত বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন দেশের লাখো মানুষ।
বাংলাদেশেও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এমন বর্বরোচিত হামলায় চলছে প্রতিবাদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সংগঠনগুলো প্রতিদিনই ফিলিস্তিনের সমর্থনে কর্মসূচি পালন করছে। দেশের সাধারণ মানুষ থেকে তারকারাও গাজার উপর হামলার নিন্দা জানাচ্ছেন। দেশের তারকারাও ফিলিস্তিনের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদে সামিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে প্রতিবাদ জানাচ্ছেন তারাও। রবিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন মেধাবী অভিনেত্রী জয়া আহসান।
আর ক্যাপশনে বাংলায় জানিয়েছেন প্রতিবাদ। জয়া লিখেন,“দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।”
বিশ্ববাসীর কাছে প্রশ্ন রেখে এদিন জয়া লিখেন,“বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রূক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে?”
শেষে জয়া লিখেন,“মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।”
এরপরে বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচি ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ -এর সাথেও সংহতি প্রকাশ করে আরেকটি পোস্ট করেন এই গুণী অভিনেত্রী। কর্মসূচির পোস্টার শেয়ার করে জয়া লিখেন,“হ্যাঁ ! অবশ্যই সংহতি ইসরাইলি দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে।”
ঈদে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’। আশফাক নিপুন নির্মিত এই সিরিজের মূল চরিত্রে জয়ার অভিনয় প্রশংসা পাচ্ছে সর্বত্র।








