চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সীমানা পেরিয়ে, দ্যুতি ছড়ানোর অপেক্ষায় তারা

নিকট অতীতের যে কোনো সময়ের চেয়ে সুসময় পার করছে বাংলা চলচ্চিত্র। শুধু দর্শকপ্রিয়তা নয়, মানসম্মত নির্মাণের কারণে দেশের গণ্ডি ছাড়িয়ে ভিনদেশে নিয়মিত প্রশংসা পাচ্ছে। কান থেকে মস্কো- সবখানেই বাংলা ছবির দাপুটে উপস্থিতি।

উৎসব ও দর্শক প্রশংসার সূত্র ধরেই দেশি চলচ্চিত্রের কলাকুশলীদের নিয়ে আগ্রহী হয়ে উঠছেন ভিনদেশের নির্মাতারাও। তারই প্রেক্ষিতে বিশ্ব প্লাটফর্মেও কাজের সুযোগ করে নিচ্ছেন বাংলাদেশের তারকারা। ২০২২ শেষ হওয়ার দ্বারপ্রান্তে এসে তেমন সুখবরই শোনা গেছে।

Bkash July

আজমেরী হক বাঁধন, জয়া আহসান ও চঞ্চল চৌধুরী- গত কয়েক বছরে বাংলায় আলোচিত সিনেমাগুলোর সাথে লেপ্টে আছে তাদের নাম। কাজ দিয়ে হয়েছেন বিশ্বমঞ্চে আলোচিত। তারই ফল পেতে যাচ্ছেন হাতেনাতে! আজমেরী হক বাঁধন ও জয়া আহসান প্রথমবার হিন্দি সিনেমায় পেয়েছেন কাজের সুযোগ, আর চঞ্চল চৌধুরী প্রথমবার কাজ করবেন কলকাতার একক সিনেমায়!

এরমধ্যে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমার নাম ‘খুফিয়া’। নেটফ্লিক্সের জন্য এই সিনেমার শুটিং শেষ হয়েছে গেল বছরেই। সিনেমাটি নির্মাণ করেছেন ‘ওমকারা’ ও ‘হায়দার’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ। ‘খুফিয়া’য় মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন টাবু। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি। এতে আরও অভিনয় করেছেন আলী ফজল।

Reneta June

বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, বলিউডে পা রাখতে যাচ্ছেন জয়া আহসান। শেষ পর্যন্ত গেল মাসেই বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী। অনিরুদ্ধ রায় পরিচালিত সিনেমার নাম ‘করক সিং’। ভারতে চলছে সিনেমাটির শুটিং। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করছেন বলিউডের তারকা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, ‘দিল বেচারা’ খ্যাত সানজানা সাঙ্ঘি, মালায়ালাম সিনেমা ‘চার্লি’ খ্যাত পার্বতী থিরুবথু সহ অনেক পরিচিত মুখ।

প্রযোজনা সংস্থা উইজ ফিল্মস এর ব্যানারে ‘করক সিং’ ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার ছবি। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে।

অন্যদিকে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে কলকাতার মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জীর সিনেমায়। যে সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন এর জীবনী নিয়ে। মূল চরিত্রে চঞ্চলকে নেয়ার কথা ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছেন সৃজিত। এই ছবিতে চঞ্চলের বিপরীতে গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে।

কাঁটাতারের সীমানা পেরিয়ে দিনকে দিন বাংলাদেশি তারকাদের কদর বাড়ছে ভারতে। বাড়ছে তাদের ভক্তের সংখ্যাও। ওটিটির বদৌলতে চঞ্চল চৌধুরীতো এখন রীতিমত ভারতীয় বাঙালিদের কাছেও সুপারস্টার। এছাড়া সম্প্রতি ‘হাওয়া’ সিনেমাটি তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। জয়া আহসানতো নিয়মিত কলকাতার সিনেমায় কাজ করেই চলেছেন। বাঁধনকেও দেখা গেছে সৃজিতের ওয়েব সিরিজে!

দেশের এই তিন তারকার অভিনীত সিনেমাগুলো চলতি বছরেই মুক্তির কথা রয়েছে। এবার দেখা যাক, সর্বভারতীয় দর্শক জয়া-বাঁধনদের কীভাবে গ্রহণ করেন।

Labaid
BSH
Bellow Post-Green View