কেউ টের পায়নি, অনেকটা চুপিসারে নিজের নতুন একটি সিনেমার শুটিং শেষ করে ফেলেছিলেন জয়া আহসান। খবরটি প্রকাশ করেছিলেন ২০২২ সালে। সেই সিনেমাটির নাম ‘জয়া আর শারমিন’। পরিচালনা করেছেন পিপলু আর খান।
জয়া জানিয়েছিলেন, দুজন নারীর অচেনা ভুবনের ছবি এটি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।
দুজন নারীর অচেনা ভুবনের সেই ছবিটি বহু অপেক্ষার পর গেল মে মাসে মুক্তি পায় বড়পর্দায়। সিনেমা হলে খুব একটা সাড়া না পেলেও নতুন খবর হলো, সেই সিনেমাটি চলতি মাসেই দেখা যাবে ওটিটি প্লাটফর্ম চরকিতে।
চরকির সেপ্টেম্বর রিলিজ লিস্টে যুক্ত হলেও চূড়ান্ত মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
সিনেমায় জয়া আহসান ও মহসিনা আক্তার ছাড়াও বিশেষ উপস্থিতি রয়েছে ছোটপর্দার দর্শকপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনির।
এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান এবং নুসরাত ইসলাম মাটি। প্রযোজনায় রয়েছেন পিপলু আর খান এবং জয়া আহসান।
চলতি বছরটা বেশ দারুণ যাচ্ছে জয়ার। দেশে তাণ্ডব, উৎসব বেশ প্রশংসিত ও দর্শকপ্রিয়তা পেয়েছে; কলকাতাতেও ‘ডিয়ার মা’ পেয়েছে দর্শকপ্রিয়তা, ক্রিটিকরা পছন্দ করেছেন তার আরেক ছবি ‘পুতুল নাচের ইতিকথা’ও! এরইমধ্যে প্রেক্ষাগৃহের পর ওটিটিতেও দর্শক দেখছেন তাণ্ডব ও উৎসব, তারমধ্যেই যুক্ত হচ্ছে ‘জয়া আর শারমিন’!








