সমালোচকপ্রিয় ছবি ‘অর্ধাঙ্গিনী’–র সাফল্যের পর অবশেষে ঘোষণা এলো এর সিকুয়েল ‘আজো অর্ধাঙ্গিনী’–র। পরিচালক কৌশিক গাঙ্গুলী এবারো রয়েছেন পরিচালনায়, আর মূল চরিত্রে দেখা যাবে জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেনকে। নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশীষ রায়।
শুটিং শুরু হতে পারে ১৫-১৬ জুনের দিকে, জানালেন নির্মাতা। ইতিমধ্যেই কলকাতায় লুক টেস্ট সেরে ফেলেছেন জয়া আহসান। আনন্দবাজার পত্রিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে তার নতুন লুক।
ভারতীয় গণমাধ্যমে জয়া বলেন,‘অর্ধাঙ্গিনী’ ছিলো এক পরিণত গল্পের ছবি। তার সিকুয়েলে কাজ করতে পারা আমার জন্য আনন্দের। দর্শক আগের ছবিটিকে অনেক ভালোবাসা দিয়েছেন। এবার আমাদের চ্যালেঞ্জ সেই ভালোবাসার চেয়েও বেশি কিছু ফিরিয়ে দেওয়া।
জয়ার সঙ্গে এবার প্রথমবার বড় পর্দায় মুখোমুখি হবেন পরিচালক-অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী। দুই শক্তিশালী নারী চরিত্রের দ্বন্দ্ব ও জটিল সম্পর্কই হতে পারে ‘আজো অর্ধাঙ্গিনী’র মূল আকর্ষণ।
এদিকে, ‘আজো অর্ধাঙ্গিনী’র পাশাপাশি জয়া ব্যস্ত আছেন কোরবানির ঈদের মুক্তির জন্য নির্মিত ‘তাণ্ডব’ ছবির প্রচারে। ছবিটির ডাবিং শেষ করেছেন কলকাতায়। পাশাপাশি তার আরেক ছবি ‘ডিয়ার মা’ রয়েছে পোস্ট-প্রোডাকশনে।








