জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন: আওয়ামী লীগের চেয়ে বেশি আসনে জয়ের স্বপ্ন দেখে জাতীয় পার্টি। ৩০০ আসনেই প্রার্থী দেয়ার লোক আছে আমাদের।
বুধবার ২২ নভেম্বর রাজধানীতে এসব কথা বলেন তিনি।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, নির্বাচন কমিশন এবং সরকারের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসেই অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করেছি আমরা। আসন ভাগাভাগি নিয়ে কারো সাথে আলোচনা হয়নি। সে বিষয়ে চিন্তাও করছি না আমরা।
তিনি আরও বলেন, বহিষ্কৃত নেতারা জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চাইলে, নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করলে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সিদ্ধান্ত নেবেন।







