চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ছাত্রদল নেতার জানাজা সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার জানাজার নামাজ হয়েছে।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজার নামাজ হয়।

তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শিবপুর গ্রামে বিকেলে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নয়নের মৃত্যুর ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সহিংসতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার বিকেলে, কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করতে বাঞ্ছারামপুরে লিফলেট বিতরণের পুলিশের গুলিতে সোনারামপুর ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়া গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। প্রতিবাদে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জেলা ছাত্রদল।

অপরদিকে পুলিশের ৬ সদস্য আহত হওয়ার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ’র বেশি আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। বাঞ্ছারামপুর থানা পুলিশের উপপরিদর্শক আফজাল হোসেন খানের করা মামলায় এপর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে।