চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গত দশ বছরে শুনানির জন্য একাধিকবার সময় নিয়েছে জামায়াতের আইনজীবীরা

শেষবারের মতো সময় দিয়ে ওই আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ। একই সাথে আপিলের সার সংক্ষেপ দুই পক্ষকে জমা দিতে বলেছেন আদালত। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির বলেছেন, হাইকোর্টের রায়ের পর গত দশ বছরে আপিল শুনানির জন্য একাধিকবার সময় নিয়েছে জামায়াতের আইনজীবীরা। তাদের উদ্দেশ্য মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বলে প্রচার করা। জামায়াতের আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, তাদের সিনিয়র আইনজীবী সময় না থাকায় আপিল শুনানি করতে পারছেন না। ২০০৮ সালের ৪ নভেম্বর দল হিসেবে নিবন্ধন পায় জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধন নম্বর ছিল ১৪। পরে তাদের নিবন্ধন বাতিল চেয়ে রিট করলে ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দেয় হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ। এরপর পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ইসি নিবন্ধন বাতিলের গেজেট প্রকাশ করে। এরপর জামায়াত আপিল করলে ১০ বছরেও এর নিষ্পত্তি হয়নি।

Labaid
BSH
Bellow Post-Green View