এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সবসময় তারুণ্যের বিকাশের পক্ষে আছে। আমরা আশা করছি বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার ৭ নভেম্বর রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কেকেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২০২৫ (ঢাকসু, জাকসু, চাকসু ও রাকসু) “দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস” অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব বলেন তিনি।
জামায়াতে ইসলামীর আমির বলেন, তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্রসংসদ নির্বাচনগুলোতে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্রসংসদকে সোচ্চার থাকতে হবে। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, পর্বত সমান হস্তিকে যে তরুণেরা সরিয়ে দিয়েছে সেই তরুণেরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে৷
জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার নিয়ে একটি বড় দল ইচ্ছাকৃত ভাবে ষড়যন্ত্র করছে। ছাত্র সমাজকে তা রুখে দিতে হবে।
একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে যেমন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি চলবেনা। ঠিক তেমনি জুলাই এর চেতনা বিক্রিও চলবে না।








