ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে দারুণ খেলছেন ভারতের বাঁহাতি ওপেনার যশ্বী জয়সওয়াল। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দুটি ডাবল সেঞ্চুরি পেয়েছেন ২২ বর্ষী তারকা, গড়েছেন ছক্কার রেকর্ড। আইপিএলে রাজস্থান রয়্যালস অধিনায়ক জশ বাটলার অবশ্য ফ্র্যাঞ্চাইজি দল সতীর্থ এ ওপেনারের রান পাওয়াতে খুশি নন। বলেছেন, লজ্জার সে ইংল্যান্ডের বিপক্ষে রান পাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিশ্র প্রতিক্রিয়া লিখেছেন বাটলার, ‘লজ্জা, জয়সওয়াল ইংল্যান্ডের বিপক্ষে রান পাচ্ছে। তার রান পাওয়া দেখে খুশি হওয়াটা কঠিন। প্রতিভার জন্য তার যা কিছু পাওয়া উচিত সেগুলো পাচ্ছে, তার মধ্যে কাজের প্রতি নৈতিকতা এবং ক্ষুধা রয়েছে।’
তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১০৪ রান) করার পর রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গিয়েছিলেন, পরেরদিন মাঠে নেমে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। দ্বিতীয় টেস্টে ২০৯ রান করে আউট হয়েছিলেন।
এপর্যন্ত সিরিজের তিন টেস্টে ছয় ইনিংসে তারকা ওপেনার ৫৪৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। গড় ১০৯ এবং স্ট্রাইকরেট ৮১.১০।








