হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন তামিল ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেতা তথা পরিচালক জি মারিমুথু। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
জি মারিমুথুকে শেষবার দেখা গিয়েছিল রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবিতে। এদিন তিনি তার শো এথিরনীচলের ডাবিং করার সময়ই প্রয়াত হন।
জানা গেছে, কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
‘জেলার’ ছবিতে তার অভিনয় দারুণ প্রশংসা পেয়েছে। এছাড়াও ‘রেড স্যান্ডেল’ উড ছবিতেও তার অভিনয় তুমুল প্রশংসিত হয়েছিল। তবে আদতে তিনি ইউটিউবে দারুণ জনপ্রিয় ছিলেন। তার এই আচমকা প্রয়াণ এখনও মেনে নিতে পারছেন না অনেকেই। তামিল ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

সান পিকচার্স অর্থাৎ ‘জেলার’ ছবির প্রযোজনা করেছে যে প্রোডাকশন হাউজ সেটার তরফে একটি পোস্ট করা হয়েছে। এই প্রযোজনা সংস্থার তরফে টুইটারে অভিনেতার একটি ছবি পোস্ট করে সমবেদনা জানানো হয়েছে।
পোস্টে লেখা হয়েছে, ‘শ্রদ্ধা, আপনার কাজ সবসময় মনে থাকবে। রেস্ট ইন পিস মারিমুথু।’
সূত্র: হিন্দুস্থান টাইমস
বিজ্ঞাপন