চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বেতনে কোহলি-রোহিতের কাতারে জাদেজা

KSRM

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) খেলোয়াড়দের সঙ্গে নতুন চুক্তি করেছে। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জাসপ্রিত বুমরাহ’র সঙ্গে স্থান করে নিয়েছেন বাঁহাতি স্পিন-অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে অলরাউন্ড পারফর্ম করার পুরস্কার পেলেন টেস্টের বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডার জাদেজা। চুক্তির মেয়াদ অক্টোবর ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।

Bkash July

‘বি’ ও ‘সি’ ক্যাটাগরি থেকে ‘এ’তে উঠে এসেছেন অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া। শুভমন গিল ও সূর্যকুমার যাদব ‘সি’ ক্যাটাগরি থেকে ‘বি’তে উঠে এসেছেন। অবনতি হয়েছে লোকেশ রাহুলের, ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে গেছেন তারকা ওপেনার।

চুক্তিতে নতুন করে ‘সি’তে যুক্ত হয়েছেন কুলদীপ যাদব, ঈশান কিষান, দীপক হুদা, সানজু স্যামসন, আর্শদ্বীপ সিং এবং কেএস ভরত। বাদ পড়েছেন আজিঙ্কা রাহানে, ঈশান শর্মা, ভূবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা এবং দীপক চাহার।

Reneta June

বিসিসিআইয়ের ‘এ প্লাস’ ক্যাটাগরির বেতন ৭ কোটি রুপি, ‘এ’ ক্যাটাগরিতে বেতন ৫ কোটি রুপি, ‘বি’ এবং ‘সি’ ক্যাটাগরিতে বেতন ৩ ও এক কোটি রুপি করে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View