এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের উঠতি টেনিস তারকা ইভা জোভিচ চলতি মৌসুমে সবচেয়ে কমবয়সী ডব্লিউটিএ শিরোপাজয়ী হলেন। গুয়াদালাজারা ওপেনে এককের ফাইনালে রোববার রাতে কলম্বিয়ার তারকা এমিলিয়ানো আরাঙ্গোকে ৬-৪, ৬-১ সেটে হারিয়েছেন তিনি।
২০২৫ সালে মিরা আন্দ্রেনোভা দুবাই ডব্লিউটিএ ১০০০ ফাইনাল জিতেছিলেন, তখন বয়স ছিল ১৭ বছর ২৯৯ দিন। তাকে টপকে সর্বকনিষ্ঠ ডব্লিউটিএ শিরোপাজয়ী হলেন জোভিচ, ১৭ বছর ২৮৩ দিন বয়সে।
টুর্নামেন্টে জোভিচ যখন আসেন, বিশ্বর্যাঙ্কিংয়ে অবস্থান ছিল ৭৩। শিরোপা জয়ের পর এখন ৩৬। যা তার ক্যারিয়ার সর্বোচ্চ। বছরের শুরুতে ছিল ২০৬।
ফাইনাল চলাকালে আরাঙ্গো অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। শুরুর সেটে ভালোই লড়েছিলেন। দ্বিতীয় সেট শেষ হয় খুব জলদিই। ম্যাচ ৯৫ মিনিট স্থায়ী হয়।

আরাঙ্গোকে নিয়ে জোভিচ বলেছেন, ‘তুমি ভালো লড়াই করেছ। দর্শকসারির সবাইকে চমকেও দিয়েছ। যখন তুমি তরুণ তখন সহজ নয় এমন ট্যুর। কিন্তু এমিলিয়ানোর মতো মানুষের জন্যই তা অনেক সহজতর হয়ে ওঠে। মুখে যার সবসময় মলিন হাসি থাকে।’
জোভিচ চলতি মৌসুমে চারটি গ্র্যান্ড স্লামে অংশ নিয়েছে। উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে খেলেছেন।







