এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৪ সালে চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সাংবাদিকদের যার যার অবশ্যই ব্যক্তিগত রাজনৈতিক দর্শন আছে। কিন্তু প্রফেশনের সাথে রাজনীতিতে না জড়ানোই ভালো।
২০০৪ সালে তারেক রহমান চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে বাংলাদেশের ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া- এ দুটো সম্পর্কে তার চিন্তা-চেতনা এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি একথা বলেন।
তারেক রহমান সেসময় আরও বলেছিলেন, মিডিয়ার মধ্যেই তো বসে আছি এখন, অনেক সময় আমরা লক্ষ্য করেছি, মিডিয়ায় যারা যুক্ত আছেন, অনেক সময় তাদের প্রফেশনের সাথে রাজনৈতিক দর্শনকে মিশিয়ে ফেলেন। আমার অনুরোধ থাকবে তাদের কাছে, যার যার অবশ্যই ব্যক্তিগত রাজনৈতিক দর্শন আছে; সেই দর্শনটার পক্ষে বা বিপক্ষে মত দেওয়ার দিন কিন্তু ভোটের দিন অর্থাৎ ব্যালট। সেটা সেদিন প্রকাশ করাটাই বোধহয় সবচেয়ে ভালো।
রিপোর্টারদের বিষয়ে তিনি বলেছিলেন, যারা রিপোর্টিং করেন বা যারা নিযুক্ত আছেন, রিপোর্টিংয়ের সময় তারা রাজনৈতিক দর্শনের সাথে প্রফেশনকে না মিশিয়ে শুধু তাদের প্রফেশনকে প্রাধান্য দেওয়া উচিত। আমার মনে হয়, যদি এটা হয় তবে আরও ভালো হবে। মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে।








